কীভাবে আপনার Reputation Score বাড়াবেন?

By
updated about 1 year ago
আপনি বিভিন্নভাবে এই Reputation Score বাড়াতে পারবেন। আপনি কোন কিছু জানার জন্য প্রশ্ন পোস্ট দিয়ে, কারো প্রশ্নের উত্তর দিয়ে, এমনকি আপনার দেয়া উত্তরে কেও যদি লাইক দেয় তাহলেও আপনার এই রেপুটেশন স্কোর বাড়বে। এক এক কাজের জন্য স্কোর এক এক রকম। কিন্তু কোন কাজের জন্য কত স্কোর সেটি আমরা খোলামেলা ভাবে প্রকাশ করব না। কারণ স্কোর বাড়ানো আমাদের কারোই মূল লক্ষ্য হওয়া উচিত না। আপনি এই প্লাটফর্মে অ্যাক্টিভ থাকলে আপনার স্কোর আপনার প্রতিটা কাজের জন্য বাড়তে থাকবে।
এই স্কোর বাড়ানোর জন্য কখনোই অযথা যেখানে সেখানে অপ্রয়োজনীয় কমেন্ট বা উল্টা-পাল্টা কোন প্রশ্নের উত্তর দিবেন না। আমরা যদি দেখি আপনি স্কোর বাড়ানোর জন্য স্পামিং করছেন তাহলে কিন্তু আমরা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডও করে দিতে পারি। কারণ, কয়েকজনের কারণে প্লাটফর্ম নোংরা হবে সেটা আমরা কখনোই হতে দিতে পারি না।