MSB Ask প্লাটফর্মের কাজ কি?

By
updated about 1 year ago
MSB Ask হল জ্ঞান আহরণ ও শেয়ার করার স্থান। এটি বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যাতে প্রশ্ন জিজ্ঞাসা করা যায় এবং সেইসব মানুষদের সাথে যোগাযোগ করা যায়। ইনফরমেশন এবং রিসোর্সে ভরপুর এইটি একমাত্র বাংলা কমিউনিটি।
MSB Ask এর মিশন হল বিশ্বের জ্ঞান ভাগ করে নেওয়া এবং বৃদ্ধি করা। অনেক লোকের কাজে লাগতে পারে এমন অনেক জ্ঞান/তথ্য রয়েছে যা বর্তমানে কেবলমাত্র কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ। আর আমরা সেইসব লোকদের সাথে সংযোগ স্থাপন করতে চাই। আর এইভাবেই একে অপরের সাথে নলেজ শেয়ার করার মাধ্যমে আমরা বাঙ্গালি জাতির উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারব।