আর্টিকেল/ব্লগ কীভাবে লিখে সবার মাঝে আপনার নলেজ শেয়ার করবেন?

By
updated about 1 year ago
কোন বিষয়ের উপর লিখালিখি করতে আপনার আর ওয়েবসাইট তৈরি করতে হবে না। এই MSB Ask প্লাটফর্মেই এখন থেকে লিখালিখির করতে পারবেন। আপনার লিখা সবকিছু আপনার প্রোফাইলের Blog সেকশনে থাকবে। আপনি যেই বিষয়ে লিখবেন, সেই বিষয়ে যারা আগ্রহী তাদের কাছে আপনি পৌছাতে পারবেন খুব সহজেই। আর এর জন্য অবশ্যই ব্লগ পাবলিশ করার সময় সঠিক টপিক সিলেক্ট করে নিবেন।